NHPC Recruitment 2024: বাংলার সমস্ত যুবক-যুবতীদের কাছে খুশির খবর। NHPC এর তরফ থেকে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকার পেয়েছে, পুরুষ – মহিলা উভয় প্রার্থীদের জন্য। তাই আজকের আপনাদের জনাব কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন কত পাবেন, বয়সসীমা কি আছে , আবেদন করতে কত টাকা লাগবে, সম্পূর্ণ তথ্য। তাই দেরি না করে চলুন জেনে নেই।
NHPC Recruitment 2024
নিয়োগ সংস্থা | NHPC |
পদের নাম | Graduate Apprentices |
চাকরির ধরন | Govt Job |
শূন্যপদ | 17 |
বেতন | 9000/- |
পদের নাম
National Hydroelectric Power Corporation (NHPC) এর বেশ কিছু পদে Graduate Apprentices নিয়োগ হতে চলেছে। সেগুলি হলো – ১. Civil, Electrical ২. IT / Computer Science ৩. Mechanical ইত্যাদ ট্রেডে নিয়োগ হবে।
শূন্যপদের সংখ্যা
NHPC বা জলবিদ্যুৎ কেন্দ্রে সব গুলি পোস্ট মিলিয়ে মোট ১৭ টি পদে নিয়োগ হবে বলে নোটিশ জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
জলবিদ্যুৎ কেন্দ্রে এই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাদের শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রী পাস হতে হবে।
আরও পড়ুন: NHPC Recruitment 2024: জলবিদ্যুৎ দপ্তরের ১৭টি পদে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
বয়স সীমা
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে ( পুরুষ ও মহিলা উভয়ের জন্য)।
বেতন
জলবিদ্যুৎ কেন্দ্রে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে প্রায় ৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থী কে প্রথমে NHPC এর অফিসিয়াল পোর্টাল এ গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ফর্ম টি এক কপি প্রিন্টআউট করতে হবে এবং সেটিকে ভালো করে পূরণ করতে হবে এবং সাথে একটি পাসপোর্ট সাইজও ছবি ফর্ম তীর সাথে যুক্ত করতে হবে।
- এগুলো সম্পূর্ণ হলে একটি রঙিন খামে ভোরে ওটিকে উত্ত ঠিকানায় সময় এর মধ্যে পাঠিয়ে দিলেই প্রার্থীর আবেদন সম্পূর্ণ হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বর্তমান আবেদন শুরু হয়েগেছে আপনারা চাই আজই আবেদন করতে পারেন বা আগামী ১৪ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
আমাদের ফেইসবুক পেজ | Click Here |
আমাদের হোয়াটস্যাপ গ্রুপ | Join Now |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Now |
বি:দ্র: উপরের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামুলক কাজের উদ্দেশ্য। আমরা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করি না। আমরা সমস্ত জায়গা জুড়ে খাবার সংগ্রহ করে প্রকাশ করে থাকি। আমরা সর্বদা নির্ভুল আপডেট প্রকাশ করার চেষ্টা করে থাকি। আপনাদের জানান যাচ্ছে যে আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই এবং আবেদন করবেন।