Neyveli Lignite Corporation India limited Recruitment 2024: NLC সংস্থায় ১০১৩ জন কর্মচারী নিয়োগ, মাসিক স্টাইপেন্ড ১৫,০০০ টাকা

Neyveli Lignite Corporation India limited Recruitment 2024: ভারতের যুবকদের জন্য সুখবর! নেভেলি লিগনাইট কর্পোরেশনে ১০১৩টি নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। গ্র্যাজুয়েট, ট্রেড ও টেকনিশিয়ানরা এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

Neyveli Lignite Corporation India limited Recruitment 2024

নিয়োগ সংস্থা Neyveli Lignite Corporation India limited
পদের নাম ট্রেড শিক্ষানবিশ, গ্র্যাজুয়েট শিক্ষানবিশ ও টেকনিশিয়ান শিক্ষানবিশ
চাকরির ধরন সরকারি
শূন্যপদ ১০১৩ টি
বেতন  নিচে উল্লে করা

পদের নাম

ট্রেড শিক্ষানবিশ, গ্র্যাজুয়েট শিক্ষানবিশ ও টেকনিশিয়ান শিক্ষানবিশ।

শূন্যপদের সংখ্যা

১০১৩ টি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য ITI, B.Com, B.Sc, D.Pharma বা মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমাধারী প্রার্থীরা যোগ্য।

বেতন

মাসিক বেতন সম্পর্কে জানা নেই।

আবেদন পদ্ধতি

নেভেলি লিগনাইট কর্পোরেশনের নিয়োগের জন্য আবেদন করতে, প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর, ‘আবেদন’ বা ‘ক্যারিয়ার’ অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি খুঁজে নিন। ফর্মটিতে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সঠিকভাবে দিন। এরপর, প্রয়োজনীয় নথি যেমন জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি আপলোড করুন। সবকিছু ঠিকঠাক হলে, ‘সাবমিট’ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিন।

বিস্তারিত জানার জন্য: আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করার শেষ তারিখ ৬ নভেম্বর বিকেল ৫টা। আপনি ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে এই আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি Download
আমাদের ফেইসবুক পেজ Join Now
আমাদের হোয়াটস্যাপ গ্রুপ Join Now
আমাদের টেলিগ্রাম চ্যানেল Join Now

বি:দ্র: উপরের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামুলক কাজের উদ্দেশ্য। আমরা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করি না। আমরা সমস্ত জায়গা জুড়ে খাবার সংগ্রহ করে প্রকাশ করে থাকি। আমরা সর্বদা নির্ভুল আপডেট প্রকাশ করার চেষ্টা করে থাকি। আপনাদের জানান যাচ্ছে যে আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই এবং আবেদন করবেন।

Leave a Comment