BEL Recruitment 2024: বিদ্যুৎ খাতে কর্মজীবন গড়ার স্বপ্ন দেখেন? ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বেল) আপনার জন্য দরজা খুলে দিয়েছে। তারা সহকারী ব্যবস্থাপক, প্রবেশনারি অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগ করছে।
BEL Recruitment 2024
নিয়োগ সংস্থা | BEL |
পদের নাম | বিভিন্ন পদে নিয়োগ চলছে |
চাকরির ধরন | Govt Job |
শূন্যপদ | অনেক |
বেতন | নিচে দেওয়া হয়েছে |
পদের নাম
আমরা সহকারী ব্যবস্থাপক, প্রবেশনারি অফিসার (লিগ্যাল), সিনিয়ার সহকারী কর্মকর্তা (আইনি), সহকারী ব্যবস্থাপক (আইনি), এবং প্রবেশনারি অফিসার (এচআর) পদে নিয়োগ চলছে।
শূন্যপদের সংখ্যা
সংস্থায় নিম্নলিখিত পদে জনবল নিয়োগ করা হবে: মানবসম্পদ বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে ৬টি, আইন বিভাগে প্রবেশনারি অফিসার পদে ৫টি, সিনিয়র সহকারী কর্মকর্তা (আইনি) পদে ২টি এবং সহকারী ব্যবস্থাপক (আইনি) পদে ৩টি। মানবসম্পদ বিভাগে প্রবেশনারি অফিসার পদেও ৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সহকারী ব্যবস্থাপক (এইচআর) এবং প্রবেশনারি অফিসার (এইচআর) পদের জন্য MBA বা পিজি ডিপ্লোমা (এইচআর ম্যানেজমেন্ট/পারসোনেল ম্যানেজমেন্ট) প্রয়োজন। অন্যদিকে, প্রবেশনারি অফিসার (লিগ্যাল), সিনিয়ার সহকারী কর্মকর্তা (আইনি) এবং সহকারী ব্যবস্থাপক (আইনি) পদের জন্য LLB ডিগ্রি প্রয়োজন।
বয়স সীমা
আবেদনকারীকে অবশ্যই ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন
সহকারী ব্যবস্থাপক (এইচআর) পদে নিযুক্ত ব্যক্তির বেতন ৫০,০০০ টাকা থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অনুরূপভাবে, প্রবেশনারি অফিসার (লিগ্যাল) পদের জন্য বেতন স্কেল ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকার মধ্যে রয়েছে।
আবেদন পদ্ধতি
BEL-এর ওয়েবসাইটে ভিজিট করুন। হোম পেজ থেকে আবেদন লিঙ্ক খুঁজে বের করুন এবং ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনার নাম, ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। লগইন করার পর আপনার সামনে একটি আবেদন ফর্ম আসবে। এই ফর্মটিতে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর, যেসব ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে, সেগুলো স্ক্যান করে আপলোড করুন। সবকিছু ঠিকঠাকভাবে পূরণ করে জমা দিন। জমা দেওয়ার পর একটি কপি প্রিন্ট করে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন গ্রহণের কার্যক্রম আজ, ১০ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০ অক্টোবর, ২০২৪ তারিখে শেষ হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
আমাদের ফেইসবুক পেজ | Join Now |
আমাদের হোয়াটস্যাপ গ্রুপ | Join Now |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Now |
বি:দ্র: উপরের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামুলক কাজের উদ্দেশ্য। আমরা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করি না। আমরা সমস্ত জায়গা জুড়ে খাবার সংগ্রহ করে প্রকাশ করে থাকি। আমরা সর্বদা নির্ভুল আপডেট প্রকাশ করার চেষ্টা করে থাকি। আপনাদের জানান যাচ্ছে যে আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই এবং আবেদন করবেন।