Skill India Training: স্কিল ইন্ডিয়া হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সংস্থা।দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্কিল ইন্ডিয়া। দেশের ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজে নিযুক্ত করে। মাধ্যমিক পাস হলে ই নাম নথিভুক্ত করা যাবে এই স্কিল ইন্ডিয়া সংস্থা তে।
স্টাইপেন্ড পাবে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে। আপনি যদি একজন মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে এখানে প্রশিক্ষণ নিয়ে কর্ম নিযুক্ত হতে পারেন। যদি আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আবেদনের পদ্ধতি ও যোগ্যতা আপনাদেরকে জানানো জরুরী।তাহলে অবশ্যই মন দিয়ে পড়বেন আজকের প্রতিবেদনটি।
Skill India Training:
নিয়োগ সংস্থা | Skill India |
পদের নাম | Fitter , Welder, Carpenter, Painter, Turner, Electrician |
চাকরির ধরন | Govt Job |
শূন্যপদ | ৮৬১ |
বেতন | ৭,৭০০ টাকা থেকে ৮,০৫০ টাকা |
পদের নাম
স্কিল ইন্ডিয়া বেশ কিছু পদ ররেছে সেই গুলি হলো Fitter , Welder, Carpenter, Painter, Turner, Electrician এই সব পদে ট্রেনিং দেয়া হবে।
শূন্যপদের সংখ্যা
৮৬১ টি পদ হয়েছে
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাস হলেই এই প্রশিক্ষনে আবেদন করতে পারবে না। ITI পাস করতে হবে NCVT/SCVT শিক্ষিত প্রতিষ্ঠান থেকে। আবেদনকারীযে যেই পদের জন্য আবেদন করবেন তাকে সেই পদের জন্য ITIকোর্স অবশ্যই থাকতে হবে।
বয়স সীমা
আপনি যদি স্কিল ইন্ডিয়াতে সংস্থাতে নিজেকে প্রশিক্ষণ করাতে চান তাহলে অবশ্যই আপনার বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও বয়সের ছাড় রয়েছে কিছু শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য।
বেতন
সংস্থা তরফ থেকে জানা গিয়েছে ৭৭০০ টাকা থেকে ৮o৫০ টাকা স্টাইপেন্ডে দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের ভারতীয় রেলে অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হবে। যেটি ভারতীয় রেলের চাকরির জন্য গৃহীত হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি একজন আবেদানকারী হয়ে থাকেন (www.apprenticeshipindia.org)ওয়েবসাইটে গিয়ে এপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন। বিজ্ঞপ্তিতে যে যে ডকুমেন্টস গুলি বলেছে সে ডকুমেন্টস গুলি আপলোড করুন।
গুরুত্বপূর্ণ তারিখ
বর্তমান আবেদন শুরু হয়েগেছে আপনারা চাই আজই আবেদন করতে পারেন বা আগামী ৯ মে ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download |
আমাদের ফেইসবুক পেজ | Click Here |
আমাদের হোয়াটস্যাপ গ্রুপ | Join Now |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Now |
বি:দ্র: উপরের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামুলক কাজের উদ্দেশ্য। আমরা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করি না। আমরা সমস্ত জায়গা জুড়ে খাবার সংগ্রহ করে প্রকাশ করে থাকি। আমরা সর্বদা নির্ভুল আপডেট প্রকাশ করার চেষ্টা করে থাকি। আপনাদের জানান যাচ্ছে যে আপনারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই এবং আবেদন করবেন।